ঘুমের মধ্যে বীর্যপাত হওয়াকে স্বপ্নদোষ বলে।
স্বপ্নদোষ ঘুমের মধ্যে হয়,স্বপ্ন দেখে হয়,স্বপ্ন না দেখেও হয়,ঘুম থেকে উঠার সময়ও হয়।
স্বপ্নদোষ ছেলেদের যৌবন কালে বেশি থাকে। অনেকে শুরুতে হস্তমৈথুনের অভ্যাস থাকে পরে স্বপ্নদোষ দেখা যায়। স্বপ্নদোষ প্রাথমিক অবস্থায় কম থাকে পরবর্তীতে বেশি হয়। অনেকেই মনে করেন যে তারা হস্তমৈথুন করে না কিন্তু স্বপ্নদোষ হয়। তারা এটাকে কোন রোগই মনে করে না।  তারা মনে রাখবেন স্বপ্নদোষ হলো যৌন সম্পর্কিত রোগ। স্বপ্নদোষের ফলে ধাতুক্ষয়,শারীরিক দুর্বলতা, মস্তিস্ক দুর্বলতা, স্নায়ুবিক দুর্বলতা, মুখের স্বাদ কমে যাওয়া ইত্যাদি লক্ষ্য করা যায়।
কেউ কেউ মনে করেন টেস্টোসটেরনসমৃদ্ধ ওষুধ সেবন করলে হইতো সমধান হয়ে যাবে কিন্তু তার উল্টাটা ঘটে যে স্বপ্নদোষ বেশি হয়।
সকল প্রকার স্বপ্নদোষের চিকিৎসা করা হয় কলিকাতা হারবাল এ। ১০০% গ্যারান্টিসহ কারে স্বপ্নদোষ চিকিৎসা হয়।স্বপ্নদোষের চিকিৎসা করা হয় গ্যারান্টি সহকারে। ইনশাআল্লাহ। সকলের সুস্থতার জন্য রয়েছে কলিকাতা হারবাল।  যোগাযোগ করুন পরামর্শ করুন চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন।
আমাদের কলিকাতা হারবাল এ যােগাযােগ করুন।  দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ্। সরাসরি চেম্বার থেকে ঔষুধ নিতে পারবেন। বাংলার শেষ্ঠ হারবাল প্রতিষ্ঠান।
সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ইউনানী ঔষধ সেবন করে স্থায়ী স্বাস্থ্যবান।দেশের মধ্যে কুরিয়ার সার্ভিস এ ও  বিশ্বের যে কোন দেশে DHL FED-EX, EMS মাধ্যমে ৭ দিনের মধ্যে ওষুধ পৌছিয়ে দিয়ে থাকি- ইনশাআল্লাহ।
মােবাইল ও ইমু নাম্বার : 01313-984747
Web: www.kolikataherbal.com.bd

kolikata herbal কলিকাতা হারবাল

 #kolikataherbal #কলিকাতাহারবাল

স্বপ্নদোষের চিকিৎসা করা হয় গ্যারান্টি সহকারে