লিউকোরিয়া হলো যৌনি থেকে বের হওয়া সাদা স্রাব।
বর্তমানে লিউকোরিয়া সমস্যা বেশি দেখা যায় ও মেয়েরা চিকন হয়ে যায়। সঠিক চিকিৎসায় লিউকোরিয়া সম্পুর্ন ভালো হয়। সকল প্রকার লিউকোরিয়া চিকিৎসা করা হয়। কলিকাতা হারবাল। 01313984747
দুর্বল স্বাস্থ্য, অপুষ্টি, ভিটামিন, প্রোটিন ও ক্যালসিয়ামের অভাব, রক্তশূন্যতা, কিডনির অসুখ, যক্ষ্মা, বিষণ্ণতা ইত্যাদি কারণেও লিউকোরিয়া হতে পারে।
জীবাণুজনিত কারণে লিউকোরিয়া হতে পারে।
ট্রাইকোমানাস ভ্যাজাইনালিস নামক জীবাণুর কারণে হলে স্রাবের পরিমাণ বেশি হয়। স্রাব কখনো সাদা দইয়ের মতো, কখনো কিছুটা ঘন সবুজাভ বা হলুদাভ ক্রিম রঙের হয়।
প্রথমেই রোগের কারণটি বুঝতে হবে। যদি কোনো রোগ ছাড়াই হয়, মানে যদি ফিজিওলজিক্যাল লিউকোরিয়া হয়, তাহলে ঠিকভাবে বুঝিয়ে বলতে হবে এবং আশ্বস্ত করতে হবে। ঋতুস্রাবের সমস্যা, অন্যান্য সমস্যা দূর করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।
অন্যান্য রোগের ক্ষেত্রে রোগ অনুযায়ী চিকিৎসা দিতে হবে।
লিউকোরিয়াসহ যে কোন রোগের জন্য যোগাযোগ করুন কলিকাতা হারবাল। হারবাল একটি স্থায়ী চিকিৎসা।
যোগাযোগ :-
কলিকাতা হারবাল
মোবাইল: 01313-984747
Website : www.kolikataherbal.com.bd

লিউকোরিয়া বা সাদা স্রাব চিকিৎসায় ১০০% গ্যারান্টি।