যৌন রোগের লক্ষণ ও উন্নত চিকিৎসা
যৌন রোগ নিয়ে কথা বলতে চান না বেশিরভাগ নারী ও পুরুষ। কিন্তু যৌন মিলন যদি নিরাপদ না হয় তা বড় বিপদ ডেকে আনতে পারে।
যৌন রোগের কিছু লক্ষণ হয়ত অস্বস্তিকর অভিজ্ঞতা। তবে এমন যৌন রোগ আছে যা আপনার বন্ধ্যাত্বের কারণ হতে পারে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে।
এমনকি মৃত্যুও হতে পারে। জটিল সব লক্ষণ দেখা দেয়।
যেসব যৌন রোগ সবচেয়ে বেশি হয়
যৌন সঙ্গী যদি আক্রান্ত থাকেন তাহলে তার যৌনাঙ্গের তরল পদার্থ এবং মুখের লালায় উপস্থিত ব্যাকটেরিয়া ও ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে।
তিনি বলছেন, বাংলাদেশে এক সময় সবচেয়ে বেশি পাওয়া যেত গনোরিয়া এবং সিফিলিস। তবে ইদানীং ভাইরাসজনিত যৌন রোগই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে।
যৌন রোগ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে।
“যেমন ইদানীং আমরা হারপিস অনেক পাচ্ছি। এটা একবার শরীরে প্রবেশ করলে পুরোপুরি দূর করা যায় না। শরীরে ঘাপটি মেরে বসে থাকে। কিন্তু সঙ্গীর শরীরে প্রবেশ করে।
অনেক সময় দেখা যায় দীর্ঘদিন পরে এর লক্ষণ প্রকাশ পায়। চিকিৎসা করে এটা দমিয়ে রাখা যায়। নিয়মিত ঔষধের উপর থাকতে হয়। কিন্তু পুরোপুরি সেরে যায় না”, বলছিলেন ডা. কামরুল আহসান।
মূলত সাতটি যৌন রোগ সবচেয়ে বেশি পাওয়া যায়। গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস ছাড়াও ক্লামাইডিয়া, যৌনাঙ্গে আঁচিল, ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি এর মধ্যে অন্যতম।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা সংস্থা এনএইচএস বলছে, গর্ভাবস্থায় কোন নারীর সিফিলিস থাকলে রোগটি সন্তানের শরীরে প্রবেশ করতে পারে। আক্রান্ত ব্যক্তির রক্ত নিলেও এটি হতে পারে।
ট্রাইকোমোনিয়াসিস হলে প্রায়শই পুরুষদের ক্ষেত্রে কোন লক্ষণ প্রকাশ পায় না। কিন্তু আক্রান্ত ব্যক্তি সঙ্গীর শরীরে তা ছড়ায়।
অনেকের মধ্যে ধারণা রয়েছে যৌন রোগ একই কাপ, গ্লাস, প্লেট, চামচ, রেজর ব্যাবহার করলেও ছড়াতে পারে।
এমনকি ‘টয়লেট সিট’ থেকেও হতে পারে এমন আতঙ্ক বোধ করেন অনেকে। যা সঠিক নয়।
ওরাল সেক্সের মাধ্যমেও যৌন রোগ ছড়াতে পারে। সমকামী নারী পুরুষের যৌন রোগ হতে পারে।
মাত্র দুই ধরনের যৌনরোগ, হিউম্যান প্যাপালোভা ভাইরাস ও হেপাটাইটিসের ঔষধ রয়েছে।
যেসব লক্ষণ দেখে বুঝবেন
দ্রুত বর্যপাত।
লিঙ্গ ছোট হয়ে যাওয়া।
প্রসাবে জ্বালাপোড়া।
ঘুম কম হওয়া।
অন্ডকোষে ব্যাথা হওয়া।
প্রসাবে ইনফেকশন।
যৌন রোগের লক্ষণ ও উন্নত চিকিৎসা
কলিকাতা হারবাল ঢাকা
যুগ যুগ ধরে হারবাল চিকিৎসায় অক্লান্ত পরিশ্রম ও নিরালস ভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে কলিকাতা হারবাল। কলিকাতা হারবাল এর চিকিৎসা ব্যবস্থা খুবই সহজ।
১০০% আসল ওষুধের পূর্ণ নিশ্চয়তা। রোগ যতোই কঠিন হোক না কেনো কলিকাতা হারবাল এর চিকিৎসায় সুস্থ হবেন ইনশাআল্লাহ। আসল কলিকাতা হারবাল এর যোগাযোগ বা ফোন নাম্বার।
01313984747
ওয়েবসাইটঃ www.kolikataherbal.com.bd
Leave A Comment