kolikata herbal কলিকাতা হারবাল

কখনও ভেবে দেখেছেন, যৌনরোগ বা তথাকথিত গুপ্ত রোগের চিকিৎসা করার যাবতীয় বিজ্ঞাপন কেন রাস্তার ধারের পাবলিক টয়লেটের দেওয়ালে, ল্যাম্পপোস্টে আর লোকাল ট্রেনের কামরায় দেখা যায়? উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যেই আছে৷ রোগটা গুপ্ত৷

তাই তা গোপন রাখার জন্য৷ আসলে চলতি সামাজিক রীতি-নীতি সেটাই বলে যে এ রোগ লুকিয়ে রাখতে হয়।৷ কিন্তু তারপরেও কেন এত যৌনরোগের চিকিৎসার বিজ্ঞাপন? কারণ, চেপে রাখা হয় বলেই অনেক সময় এই ধরনের রোগের ঠিকঠাক চিকিৎসা হয় না৷ রোগ ছড়িয়ে পড়ে৷

খেয়াল করে দেখবেন, যৌনরোগ শব্দটাতেই বহু লোকের আপত্তি৷ যেহেতু সেটা যৌন সংক্রমণের মাধ্যমে শরীরে আসে৷ সাধারণত নিয়মিত সম্পর্কের বাইরে গিয়ে অসাবধানী যৌনতার কারণেই এ ধরণের রোগের সংক্রমণ হয়৷ যে কারণে রোগটা গোপন করলে নিজের অনিয়ন্ত্রিত যৌনজীবনও গোপন থাকে৷ অথচ রোগের নিরাময় তাতে হয় না৷ বরং গুপ্ত রোগ অনেক সময়ই প্রায় মহামারীর ব্যাপকতায় ছড়িয়ে পড়ে৷ঠিক যা হয়েছিল এইডস রোগের ক্ষেত্রে৷

  • বাংলাদেশের এইডস পরিস্থিতিপ্রথম রোগী১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়৷ এইচআইভি-র কারণে সৃষ্ট এই রোগটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়৷ ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে-কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন – যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটাতে পারে৷

আশির দশকের শেষের দিকে  ব্যাপক হারে ছড়িয়ে পড়ছিল এইডস৷ মারাত্মক এই রোগের এখনও সে অর্থে কোনো চিকিৎসা হয় না, কিন্তু তখন এইডস-এর মারণক্ষমতা সম্পর্কেই অধিকাংশ মানুষের কোনো স্পষ্ট ধারণা ছিল না৷ ফলে সচেতনতাও ছিল না৷ যে কারণে কেউ এইচআইভি আক্রান্ত হলে হয় প্রথমটায় রোগলক্ষণগুলো বুঝতেই পারত না৷ স্বাস্থ্যকর্মীরা সেসময় অনেক দিনের নিয়মিত সমীক্ষায়, লাগাতার চেষ্টায় এই রোগের সংক্রমণের একটা নির্দিষ্ট ধরন খুঁজে পেয়েছিলেন৷ যেটা এক কথায় বলতে গেলে, এইডস ছড়ায় যৌনকর্মীদের থেকে এবং যৌনপল্লীর বাইরে সেটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেন ট্রাক ড্রাইভাররা৷ পণ্য পরিবহনের জন্য তাঁরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ান এবং সহজ ও সুলভ, শস্তা বিনোদন হিসেবে বেছে নেন মদ্যপান আর যৌনতাকে৷ এইডস আক্রান্ত যৌনকর্মীদের থেকে তাঁরা এইডস রোগের জীবাণু বয়ে নিয়ে যান নিজের ঘরে, নিজের স্ত্রীর শরীরে৷ অবধারিতভাবে সেই ভাইরাস সংক্রামিত হয় তাঁদের পরবর্তী সন্তানদের দেহে৷

কলিকাতা হারবাল
জীবনের শেষ চিকিৎসা মনে করে আজই আমাদের স্বনামধন্য চিকিৎসা কেন্দ্র যােগাযােগ করুন।
কলিকাতা হারবাল।
মােবাইল ও ইমু নাম্বার : 01313-984747
Website: WWW.kolikataherbal.com.bd

যৌনরোগ সম্পর্কে আলোচনা। কলিকাতা হারবাল। Kolikata Herbal