কখনও ভেবে দেখেছেন, যৌনরোগ বা তথাকথিত গুপ্ত রোগের চিকিৎসা করার যাবতীয় বিজ্ঞাপন কেন রাস্তার ধারের পাবলিক টয়লেটের দেওয়ালে, ল্যাম্পপোস্টে আর লোকাল ট্রেনের কামরায় দেখা যায়? উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যেই আছে৷ রোগটা গুপ্ত৷
তাই তা গোপন রাখার জন্য৷ আসলে চলতি সামাজিক রীতি-নীতি সেটাই বলে যে এ রোগ লুকিয়ে রাখতে হয়।৷ কিন্তু তারপরেও কেন এত যৌনরোগের চিকিৎসার বিজ্ঞাপন? কারণ, চেপে রাখা হয় বলেই অনেক সময় এই ধরনের রোগের ঠিকঠাক চিকিৎসা হয় না৷ রোগ ছড়িয়ে পড়ে৷
খেয়াল করে দেখবেন, যৌনরোগ শব্দটাতেই বহু লোকের আপত্তি৷ যেহেতু সেটা যৌন সংক্রমণের মাধ্যমে শরীরে আসে৷ সাধারণত নিয়মিত সম্পর্কের বাইরে গিয়ে অসাবধানী যৌনতার কারণেই এ ধরণের রোগের সংক্রমণ হয়৷ যে কারণে রোগটা গোপন করলে নিজের অনিয়ন্ত্রিত যৌনজীবনও গোপন থাকে৷ অথচ রোগের নিরাময় তাতে হয় না৷ বরং গুপ্ত রোগ অনেক সময়ই প্রায় মহামারীর ব্যাপকতায় ছড়িয়ে পড়ে৷ঠিক যা হয়েছিল এইডস রোগের ক্ষেত্রে৷
- বাংলাদেশের এইডস পরিস্থিতিপ্রথম রোগী১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়৷ এইচআইভি-র কারণে সৃষ্ট এই রোগটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়৷ ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে-কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন – যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটাতে পারে৷
আশির দশকের শেষের দিকে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছিল এইডস৷ মারাত্মক এই রোগের এখনও সে অর্থে কোনো চিকিৎসা হয় না, কিন্তু তখন এইডস-এর মারণক্ষমতা সম্পর্কেই অধিকাংশ মানুষের কোনো স্পষ্ট ধারণা ছিল না৷ ফলে সচেতনতাও ছিল না৷ যে কারণে কেউ এইচআইভি আক্রান্ত হলে হয় প্রথমটায় রোগলক্ষণগুলো বুঝতেই পারত না৷ স্বাস্থ্যকর্মীরা সেসময় অনেক দিনের নিয়মিত সমীক্ষায়, লাগাতার চেষ্টায় এই রোগের সংক্রমণের একটা নির্দিষ্ট ধরন খুঁজে পেয়েছিলেন৷ যেটা এক কথায় বলতে গেলে, এইডস ছড়ায় যৌনকর্মীদের থেকে এবং যৌনপল্লীর বাইরে সেটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেন ট্রাক ড্রাইভাররা৷ পণ্য পরিবহনের জন্য তাঁরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ান এবং সহজ ও সুলভ, শস্তা বিনোদন হিসেবে বেছে নেন মদ্যপান আর যৌনতাকে৷ এইডস আক্রান্ত যৌনকর্মীদের থেকে তাঁরা এইডস রোগের জীবাণু বয়ে নিয়ে যান নিজের ঘরে, নিজের স্ত্রীর শরীরে৷ অবধারিতভাবে সেই ভাইরাস সংক্রামিত হয় তাঁদের পরবর্তী সন্তানদের দেহে৷
কলিকাতা হারবাল
জীবনের শেষ চিকিৎসা মনে করে আজই আমাদের স্বনামধন্য চিকিৎসা কেন্দ্র যােগাযােগ করুন।
কলিকাতা হারবাল।
মােবাইল ও ইমু নাম্বার : 01313-984747
Website: WWW.kolikataherbal.com.bd
Leave A Comment