সদ্য বিবাহিত স্বামী স্ত্রী দুজন এসেছেন, সাথে এসেছেন দুইপক্ষের বাড়ির লোকজন। অভিযোগ ছেলে অসুস্থ,অক্ষম- মেয়ে এখন তার সাথে সংসার করবেনা। মেয়ের পরিবারের লোকজন এসেছে ছেলের অসুস্থতা যাচাই করতে।
এবার আসি সেই প্রসঙ্গে যে ছেলে কি আসলেই অসুস্থ?
প্রথমদিন ছেলে খুব ভালো পারফরম্যান্স করে কিন্তু তারপরে পরপর তিনদিন খারাপ হয়। তারও যথেষ্ট কারন আছেঃ-
১. স্ত্রী তার গায়ে হাতই দিতে দেয়না,সম্পর্কে কোনো আগ্রহ নেই।
২. অনেকদিন পর পর দুজনের একসঙ্গে মিলিত হবার সুযোগ হয়।
যেহেতু ছেলে প্রথমদিনে খুব ভালো ছিলো, আমি সমাধান হিসেবে বললাম ছেলে একেবারে সুস্থ। দুজন একসাথে থাকা শুরু করলে,সেই সাথে স্ত্রী সহযোগিতা করলে আর কোনো সমস্যাই অবশিষ্ট থাকবেনা। চিকিৎসক হিসেবে মেয়ের বাড়ির লোকদের বুঝালাম,পেশেন্টকেও সাহস দেবার চেষ্টা করলাম।
ছেলে তো আসলেই সুস্থ, তবু স্ত্রীর অভিযোগগুলো শুনতে চাইলাম। জিজ্ঞেস করা মাত্রই বললো স্বামীকে তার ভালো লাগেনা,দেখতে ইচ্ছে করে না,কাছে যেতে ভালো লাগেনা,সংসার সে করবেনা। জিজ্ঞেস করলাম আপনার অন্য কোনো সম্পর্ক থাকলেও বলেন-না সূচক উত্তর দিলো। বললাম ভালো লাগেনা,দেখতে ইচ্ছে করেনা তাহলে বিয়ে করেছেন কেন! সংসার ভাঙার এটা তো উপযুক্ত কোনো কারন হতে পারেনা।
ছেলেকে বুঝ দিতে চাইলাম মেয়ে তো ইচ্ছা করেই ঘটনাগুলো ঘটাচ্ছে যেন সংসার ভাঙতে পারে। চলে যেতে চাইলে তাকে যেতে দাও। রিপ্লাইতে দেখতে পেলাম ছেলের চোখে পানি।
সমাজে আসলে অনেক কিসিমের মানুষ থাকে। তার মধ্যে এমন ধরনের কিছু মানুষের জন্য সাধারন মানুষেরা ঠকে যায়। নিজেদের সম্মানের চিন্তা নেই বলে অপরের মানসম্মানের পরোয়াও করেনা। আল্লাহ তাআলা এদের সঠিক বুঝ দিন।
বিবাহিত স্ত্রীর সাথে থাকুন – যদি দ্রুত বীর্যপাত হয়।
কলিকাতা হারবালের চিকিৎসা নিলে দ্রুত পতন রোধ হবে এবং সেক্স সময় ১ ঘন্টা পাবেন।কলিকাতা হারবাল হেড অফিস
সরাসরি যৌগাযোগ করুন- 01313984747
#kolikata_Herbal
#কলিকাতা_হারবাল
Leave A Comment